০৭ মার্চ, ২০২৩
ছবি: ভি ডব্লিউ বি এর আওতায় কার্ড ও চাউল বিতরন অনুষ্ঠানে এমপি ছোট মনির বক্তব্য রাখছেন।
আলমনগর ইউনিয়নে ২০২৩- ২০২৪ অর্থ বছরের ভি ডব্লিউ বি কার্ডের আওতায় ১৮৯ জন হতদরিদ্র পরিবারের মাঝে কার্ড ও ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
০৭ মার্চ (মঙ্গলবার ) দুপুরে আলমনগর ইউনিয়ন পরিষদের মিলনায়তন কক্ষের সামনে চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য জনাব “ছোট মনির” উপস্থিত ছিলেন । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান মফিজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস, এম, সোহেল রানা, যুবলীগের সাধারন সম্পাদক এনামুল কবির ও বিভিন্ন ওয়ার্ড এর ইউপি সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় এমপি ছোট মনির বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবায় সব সময় করে যাচ্ছি। এই চাউল বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে দিয়েছেন। আপনারা শেখ হাসিনা কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন।