১৮ ডিসেম্বর, ২০২২
ছবি: আর্জেন্টিনা বনাম ফ্রান্স।
আজ রোববার বাংলাদেশ সময় রাত ৯ টায় ফাইনালে কাতার লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। লুসাইলে চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা উঠার মধ্যদিয়ে পর্দা নামবে বিশ্বফুটবলের ২২তম আসরের। টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ার হাতছানি ফ্রান্সের সামনে। আর আর্জেন্টিনা মুখিয়ে বিশ্ব সেরার মঞ্চে ৩৬ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে। কাতারে এবার শিরোপা লড়াইয়ে মুখোমুখি তারা।
পিএসজিতে খেলা দুই সতীর্থের মধ্যেই হবে বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াই। সোনালি সেই ট্রফি জয়ের যুদ্ধে মাঠে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। ফাইনাল ম্যাচে কে জিতে শিরোপা ঘরে তুলবে তা নিয়ে চলছে গবেষণা। উভয় দলের সামনেই রয়েছে নিজেদের জার্সিতে থ্রি স্টার লাগানোর সুযোগ। তাই তো সাপোর্টাররা নিজ দলের পক্ষে গলা ফাটাচ্ছেন। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছিলেন। সেবার মেসিদের প্রতিপক্ষ ছিল জার্মানি। এবার ফ্রান্সকে হারিয়ে অধরা বিশ্বকাপের ট্রফিটা ধরার সুযোগ মেসির সামনে। বর্ণাঢ্য ক্যারিয়ারে এই বিশ্বকাপ ট্রফিটাই শুধু নেই মেসির শো-কেসে। আর ২৩ বছর বয়সেই দুইবার বিশ্বকাপ জয়ের সুযোগ এমবাপ্পের। এ নিয়ে বিশ্বকাপে ষষ্ঠবারের মতো ফাইনাল খেলছে আর্জেন্টিনা।
উল্লেখ্য, ১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরে আর্জেন্টিনা-ফ্রান্স প্রথমবারের মতো মুখোমুখি হয়। যেখানে আর্জেন্টিনা ১-০ গোলে ফ্রান্সকে পরাজিত করে। এরপর থেকে ফাইনালের আগ পর্যন্ত মোট ১২টি ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুটি। যেখানে আর্জেন্টিনার জয় ৬টি আর ফ্রান্সের জয় ৩টিতে। ড্র হয়েছে ৩টি ম্যাচ।