২০ মার্চ, ২০২৩
ছবি: উপজেলা প্রশাসনে প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিক
বরিশাল জেলা সহ আগৈলঝাড়াকে ও ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রায়ণ প্রকল্পের আওতায় আগৈলঝাড়ায় ভূমিহীন ও গৃহহীন ৩৮টি পরিবারের জন্য নতুন পাকা বাড়ি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রথম ধাপের চতুর্থ পর্যায়ে ২২মার্চ (বুধবার) ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত পাকা বাড়ির চাবি ও জমির দলিল হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐদিন প্রধানমন্ত্রী বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ৩৮টি পাকা বাড়ি উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভার্চুয়াল অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করেছে উপজেলা প্রশাসন।প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে সুফলভোগীদের জমির দলিল সহ পাকা বাড়ি হস্তান্তর কার্যক্রম সম্পর্কে অবহিত করতে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করেন। প্রেস কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারেফ হোসেন । বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার প্রতিণিধি বৃন্দ।
প্রেস কনফারেন্সে ইউএনও প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প সম্পর্কে সার্বিক তথ্য তুলে ধরে বক্ত্যবে বলেন, দীর্ঘদিন যাবত পতিহার মৌজায় সরকারের সম্পত্তি অবৈধ দখলে রেখেছিল।
সেখানে অবৈধ দখলদার উচ্ছেদ করে ৫৮শতক জমি উদ্ধার করে সরকারের সেই সম্পত্তিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা বাড়ি নির্মাণ কাজ করা হয়েছে। ওই সম্পত্তি নিয়ে সরকরের বিরুদ্ধে স্থানীয় বাবুল নামের এক ব্যক্তি দিয়ে আদালতে মিথ্যা মামলা করে। সরকারের পক্ষে মামলাটি ইউএনও পরিচালনা করেন।
ইউএনও জানান- মুজিববর্ষে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় উদ্বোধনের জন্য ইতোমধ্যেই ৩৮টি বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।এই প্রকল্পের আওতায় উপজেলায় ১৮৭টি বাড়ি ও বর্তমানে ৪০টি, মোট ১৮৭জন ভূমিহীন ও গৃহহীন পরিবার পাকা বাড়ি পেয়েছে। উপজেলায় আরও ৩৫টি পাকা বাড়ি নির্মানাধীন আছে।