০৯ নভেম্বর, ২০২২
ছবি: আইনি সহয়তা ও সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মশালায় উপস্থিত নারী পুরুষ দলের সদস্য
আগৈলঝড়া উপজেলায় ব্র্যাকের উদ্যোগে সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা বাল্য বিবাহ প্রতিরোধে গ্রাম ভিত্তিক কর্মসূচির আয়োজনে বাকাল ইউনিয়ন এর পাকুরিতা গ্রামে পল্লী সমাজের উদ্যোগে পারিবারিক সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে মিলনমেলা অনুষ্ঠিত হয়, সভায় সভাপতিত্ব করেন পল্লী সমাজ সভানেত্রী করুনা মন্ডল, এসময়ে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, জগদীশ মন্ডল, বরুণ বাড়ৈ,পল্লী সমাজ এর তিন দলের ২০ জন পুরুষ, ২০ জন নারী, ১০ জন কিশোর ও ১০ জন কিশোরী সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, মিলন মেলায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও বাল্যবিয়ে মুক্ত পরিবার গঠনের উপর আলোচনা করা হয়, এবং খেলাধুলা ও কুইজের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়,এসময় উপস্থিত সকল সদস্য সদস্যা শপথ এর মাধ্যমে অঙ্গীকার করে কেউ নিজেদের ছেলেমেয়েদের বাল্যবিয়ে দিবে না, এবং কোথাও বাল্যবিয়ে হলে তা প্রতিরোধ করবে, মিলনমেলা সভায় পরিচালনা করেন ফাতেমা খাতুন, সহযোগী অফিসার,ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি,