০৪ অক্টোবর, ২০২২
ছবি: আগৈলঝাড়ায় পুলিশ সুপার পূজা মন্ডপে পরিদর্শন কালে সফর সঙ্গী
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম।
সোমবার রাতে পুলিশ সুপার সস্ত্রীক আগৈলঝাড়া উপজেলার বারপাইকা সার্বজনীন দুর্গা মন্ডপ পরিদর্শন করেন ও মতবিনিময় করেন। পুলিশ সুপারের মন্ডপ পরিদর্শনে সফর সঙ্গী ছিলেন তাঁর সহধর্মীনি ও জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভাপতি তাহমিনা জয়নব,
আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সমাজসেবক কাজী রিয়াজ হোসেন।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী, আগৈলঝাড়া থানার ওসি ছরোয়ার হোসেন, ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম, গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেনসহ অন্যান্যরা।