৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

আগামীকাল বাদ জুম্মা সাভারে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কবর দেওয়া হবে

১৩ এপ্রিল, ২০২৩

মহিউছ ছাইয়েদ,
গণ বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস প্রতিনিধি

ছবি: ডাঃজাফরুল্লাহ চৌধুরীর মরদেহ

আজ ১৩ই এপ্রিল (বৃহস্পতিবার), গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর 
আলম মিন্টু এক বিজ্ঞপ্তিতে জানান, "ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিশ চৌধুরী ও পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ১৪ই এপ্রিল (শুক্রবার) বাদ জুম্মা সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের মেইন গেইটের বাম পাশে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কবর দেওয়া হবে। ১৪ই এপ্রিল (শুক্রবার) সকাল ১০ টা হতে বেলা ১২ টা ৩০ মিনিট পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকবে।"

আজ সকাল ৮ টায় বারডেম হাসপাতাল থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ ডা. জাফরুল্লাহ চৌধুরীর ধানমন্ডির নিজ বাসবভনে নেওয়া হয়। সেখানে ১ম জানাযা অনুষ্ঠিত হয় এবং এলাকার সর্বস্তরের মানুষ তাদের প্রিয় বড় ভাইকে শেষ বিদায় জানান। ২য় জানাযা ঢাকা মেডিকেল কলেজের সামনে সকাল ৯ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়। ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ তাঁর স্মৃতিবিজড়িত ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রায় ১ ঘন্টা রাখা হয়। চিকিৎসক এবং ছাত্র-ছাত্রীগন তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

সকাল ১০ টা ১৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ আনা হয়। বেলা ১ টা পর্যন্ত সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। বেলা ২ টা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে ৩য় জানাযা অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৪র্থ জানাযা অনুষ্ঠিত হয়। তারপর মরদেহ সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

Related Article