১৬ মার্চ, ২০২৩
ছবি: আগামী ২২ মার্চে ভোলার ইলিশা লঞ্চঘাটের পুনঃ টেন্ডার
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ঘাট/পয়েন্টসমূহ ২০২২-২০২৩ অর্থবছর অবশিষ্ট সময় ৩১ই মার্চ থেকে ৩০ই জুন পর্যন্ত (৯২ দিন) চলতি মাসের ২২ তারিখে ইলিশা লঞ্চঘাট (পুনঃ ১ম দফা) টেন্ডার অনুষ্ঠিত হবে বলে বন্দর ও পরিবহণ বিভাগের সাইফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে ঘাট ইজারদার সোরাওয়ার্দী মাষ্টার বলেন, এ ঘাট নিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। তাই টাকা-পয়সা দিতে একটু দেরী হচ্ছে। কর্তৃপক্ষ আমাদেরকে সুযোগ না দিলে আমরা আদালতে যাব।
এ বিষয়ে ভোলার বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, আমাদের নতুন চেয়ারম্যান অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান। তিনি চান না কোন বকেয়া টাকা ইজারাদারদের কাছে পরে থাক। তাই ভোলাসহ দেশের অন্যান্য জায়গায় কর্তৃপক্ষ আগামী ২২ তারিখ পুনরায় টেন্ডার দেয়ার সময় নির্ধারণ করা হয়েছে।
Good news
Good