৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ / সারাদেশ

শাজাহানপুরে ৪ জুয়াড়ী আটক

০২ মার্চ, ২০২৩

সাবিক ওমর (সবুজ),
শাজাহানপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: আটককৃত আসামি ছবি

 বগুড়া শাজাহানপুরে বৃহস্পতিবার  ভোর ১.৫০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার জোড়া পোদ্দারপাড়া এলাকা থেকে  ৪ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ।
 

এসময় একসেট DON USA GOLD Playing Cards ও নগদ ২,৬৫০/- টাকাসহ জুয়া খেলার সময় উপজেলা জোড়া তালপুকুড় এলাকায় দুলুর ছেলে মোঃ আইয়ুব আলী (২৮),   আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ সুমন প্রাং (২১), ইনছানের ছেলে  মোঃ সাগর আলী (২৩),হাসেন ছেলে আব্দুল মতিন (৩০)কে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার  ( ২মার্চ )ভোর রাতে  ০১.৫০ ঘটিকার সময় উপজেলার জোড়া পোদ্দারপাড়া গ্রাম হইতে ৪ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ।


থানা পুলিশ কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, এ  বিষয়ে  থানায় জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good