৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয় / আইন-আদালত / অপরাধ

৩৫ দিনেও গ্রেফতার হয়নি আসামি, ঝুঁকিতে বাদীর পরিবার

২২ অক্টোবর, ২০২২

মোঃ আয়ুব মিয়া,
চন্দনাইশ উপজেলা ( চট্টগ্রাম ) প্রতিনিধি

ছবি: আবদুল শুক্কুর

চলতি বছরের ১৩ আগস্ট চলাচলের পথে ময়লা ফেলার বাকবিতন্ডার জেরে চট্টগ্রামের চন্দনাইশের বরকল ইউপির ১ নং ওয়ার্ডের মুদি ব্যবসায়ী আবদুল শুক্কুরকে (৬০) হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথায় জখম ও গাছ দিয়ে পিঠিয়ে হাত ভেঙে দেয় একই এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে মোঃ আকবর (৪২) ও মৃত ফয়েজ আহমদের সন্তান মোঃ আইয়ুব (৪০) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামি। আসামিদের হাত থেকে প্রাণে বাঁচানোর জন্য ৯৯৯ এ কল দিলে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বাদী ও তার দুই মেয়েকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে বাদীর অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহত আবদুল শুক্কুর একটু সুস্থ হইয়া আদালতে হাজির হইয়া ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬ (২)/৩৪ পেনাল কোড-এ চন্দনাইশ থানার এফআইআর নং ১৪/২২৫ মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৩৫ দিন পেরিয়ে গেলেও আসামি গ্রেপ্তার করেনি পুলিশ। উল্টো বিভিন্ন হুমকির সম্মুখীন হচ্ছে বাদীপক্ষ। এমন অভিযোগ বাদীর সন্তান রমজান আলীর। 
তিনি আরও জানান, ‘‘আমার পিতার মাথায় ১২ টি সেলাই হয়, হাতের হাড় ভেঙে দেয়া হয় তবুও প্রভাবশালী আসামির প্রভাবে থানায় মামলা দায়ের করতে পারিনি, আদালতে মামলা গ্রহণের আবেদনের প্রেক্ষিতে ১২ সেপ্টেম্বর থানা পুলিশ মামলা গ্রহণ করলেও চন্দনাইশে অবস্থান করা আসামি গ্রেপ্তার হয়নি।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও চন্দনাইশ থানার এস আই খলিলুর রহমান বলেন আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেও আসামিকে পাইনি, অভিযান অব্যাহত আছে।
 

Related Article