১৩ মে, ২০২৩
ছবি: মরহুম আবদুল ওয়াহেদ মাস্টার
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খ্যাতিমান শিক্ষাবিদ সমাজ সংস্কারক, খানদীঘি উচ্চ বিদ্যালয় ও পূর্ব সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সহ সভাপতি, মহান মুক্তিযুদ্ধের সংগটক মরহুম আবদুল ওয়াহেদ মাস্টারের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আাগামী ২১ মে শনিবার স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যাপক অনুষ্টানমালা গ্রহন করেছে।
তৎমধ্যে মরহুমের প্রতিষ্ঠিত স্কুল দুটোর যৌথ উদ্যোগে খতমে কোরআান, দোয়া মাহফিল, শোক র্যালী এবং সকাল দশটায় বিদ্যালয় মিলনায়তনে স্মরন সভা ও স্মৃতিচারন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী ও প্রধান আলোচক থাকবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব মফিজুর রহমান। সভাপতিত্ব করবেন মরহুমের সন্তান, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিবলী। উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন স্কুল দুটোর প্রধান শিক্ষকদ্বয় যথাক্রমে মৌলনা কামাল উদ্দিন ও জাহাঙ্গীর আলম।