২৯ অক্টোবর, ২০২২
ছবি: শারীরিক প্রতিবন্ধী মফিজল হোসেন
শারীরিক প্রতিবন্ধী মফিজল হোসেন একটি চেয়ারের অভাবে চলাফেরা করতে পারছেনা।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের সিড মনোহরপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী মফিজল হোসেন (৬৫)।
একটি হুইল চেয়ারের অভাবে প্রায়-(১০)বছর ধরে মানবেতর জীবন যাপন করছে সে।
আমজাদ হোসেন এর পরিবারের আকুতি,তার একটি হুইল চেয়ারের প্রয়োজন।
খোঁজখবর নিয়ে জানা যায়,পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের সিড মনোহরপুর গ্রামের মৃত্যু রইচ উদ্দিন ছেলে মফিজল হোসেন শারীরিক প্রতিবন্ধী।
ভালোই দিন চলছিল মফিজল হোসেনের।
প্রায় -১০ বছর পূর্বে প্যারালাইজড রোগে আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধী হয়েছেন।
মফিজল হোসনের পরিবার জানান,হুইল চেয়ার কিনে দেওয়ার মত কোন সামর্থ্য নেই আমাদের জনপ্রতিনিধিসহ সমাজের অনেকের কাছে গিয়েও কোন লাভ হয়নি।
হুইল চেয়ার হলে কিছুটা স্বাভাবিক চলাচল করতে পারবে বলে জানান মাহাবুর রহমান।
ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপন জানান,হোসেন আসলেই একজন ভালো মানুষ।
একটি হুইল চেয়ার হলে মফিজল এর কষ্ট একটু কমবে।
লোকেশনঃ
মোঃ মফিজল হোসেন-৬৫
পিতাঃ মৃতু্ রইচউদ্দিন
গ্রামঃ শিড মনোহরপুর(কুমেদপুর)
থানাঃ পলাশবাড়ী
জেলাঃ গাইবান্ধা।
প্রতিবন্ধী পরিবারের যোগাযোগ মোবাইল নং-০১৯২১০৯২৭৭৬
Good news
Good