৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

১০ বছরেও মফিজল এর কপালে জোটেনি হুইল চেয়ার

২৯ অক্টোবর, ২০২২

মো:তৌহিদুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা (গাইবান্ধা) প্রতিনিধি

ছবি: শারীরিক প্রতিবন্ধী মফিজল হোসেন

শারীরিক প্রতিবন্ধী মফিজল হোসেন একটি চেয়ারের অভাবে চলাফেরা করতে পারছেনা।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের সিড মনোহরপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী মফিজল হোসেন (৬৫)। 

একটি হুইল চেয়ারের অভাবে প্রায়-(১০)বছর ধরে মানবেতর জীবন যাপন করছে সে।
আমজাদ হোসেন এর পরিবারের আকুতি,তার একটি হুইল চেয়ারের প্রয়োজন।
খোঁজখবর নিয়ে জানা যায়,পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের সিড মনোহরপুর গ্রামের মৃত্যু রইচ উদ্দিন ছেলে মফিজল হোসেন শারীরিক প্রতিবন্ধী। 

ভালোই দিন চলছিল মফিজল হোসেনের।
প্রায় -১০ বছর পূর্বে প্যারালাইজড রোগে আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধী হয়েছেন।

মফিজল হোসনের পরিবার জানান,হুইল চেয়ার কিনে দেওয়ার মত কোন সামর্থ্য নেই আমাদের জনপ্রতিনিধিসহ সমাজের অনেকের কাছে গিয়েও কোন লাভ হয়নি।

হুইল চেয়ার হলে কিছুটা স্বাভাবিক চলাচল করতে পারবে বলে জানান মাহাবুর রহমান।

ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপন  জানান,হোসেন আসলেই একজন ভালো মানুষ।
একটি হুইল চেয়ার হলে মফিজল এর কষ্ট একটু কমবে।

লোকেশনঃ
মোঃ মফিজল হোসেন-৬৫
পিতাঃ মৃতু্ রইচউদ্দিন 
গ্রামঃ শিড মনোহরপুর(কুমেদপুর)
থানাঃ পলাশবাড়ী
জেলাঃ গাইবান্ধা।
প্রতিবন্ধী পরিবারের যোগাযোগ মোবাইল নং-০১৯২১০৯২৭৭৬

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good